বাদুড়িয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাওলিপুর গ্রাম থেকে কলকাতার মৌলানা আজাদ কলেজের এম.এর প্রথম বর্ষীয় ছাত্রী তানিয়া পারভীনকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের এসটিএফ শাখা I জঙ্গিদল লস্কর ই তৈবার সাথে যোগাযোগ রেখে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যে এই প্রথম কোনো বাঙালি মহিলাজঙ্গিকে বাংলা থেকে গ্রেপ্তার করা হলো I পাকিস্তানি জঙ্গি সংঘটন লস্কর ই তৈবার মাস্টার মাইন্ড হাফিজ সৈঈদের সঙ্গে তানিয়ার নিয়মিত ফেসবুকে যোগাযোগ ছিলো I পাকিস্তানের আই.এস.আই ও লস্কর ই তৈবা সুন্দরী তানিয়াকে “হনিট্রাপ” হিসেবেও ব্যবহার করে আসছে I এছাড়াও কিছুদিন ধরে তানিয়া পারভীন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের তরুণদের জঙ্গি হিসেবে লস্করে নিয়োগের কাজ চালাচ্ছিলেন বাংলা থেকেই I সম্প্রতি তানিয়ার মতো কলেজ পড়ুয়ার ব্যাঙ্ক একাউন্টে কোটি কোটি টাকার লেনদেন দেখে, সন্দেহ হয় পুলিশের I তারপর থেকে নজরদারি শুরু করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স I বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার মাওলিপুর গ্রাম ঘিরে ফেলে তাকে গ্রেপ্তার করে এস টি.এফ I গতকাল তানিয়া পারভীন কে এন.আই এক্টে অভিযুক্ত করে বারাসাতের সেশন কোর্টে তোলা হলে, তাকে জিজ্ঞাসাবাদের জন্যে চোদ্দোদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে কোর্ট