বিকেল সাড়ে পাঁচটার পরে ইডি অফিস থেকে ঋতুপর্ণা সেনগুপ্তকে বেরোতে দেখা যায়। পাঁচ ঘন্টার বেশি সময় অভিনেত্রী ইডি অফিসে ছিলেন। কী কথা হল? কেন তাঁকে ডাকা হয়েছিল? সে বিষয়ে একাধিক প্রশ্ন উঠে আসে।
ইডি দফতর থেকে বেরিয়ে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, “আমাকে কোনও মামলায় তলব করা হয়নি।” এ দিন সকাল থেকেই ইডি অফিসের বাইরে তৎপরতা ছিল। টলিউডের অন্যতম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত আজ কি আসবেন? সেই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সাড়ে বারোটা নাগাদ অভিনেত্রী সিজিও কমপ্লেক্সে গিয়ে পৌঁছান।
রেশন বন্টন দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছিল। তবে এই বিষয়ে মানতে চাননি অভিনেত্রী। ঋতুপর্ণা বলেন, “আমাকে কোনও মামলায় তলব করা হয়নি।” তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে কিছু ডকুমেন্ট চেয়েছিলেন। সেইসব কাগজপত্র জমা করতে বলা হয়েছিল। সেজন্যই তিনি এসেছিলেন ইডি অফিসে৷

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা