মালদা- ঋণের টাকা শোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক সবজি বিক্রেতা। বুধবার সকালে শোয়ার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মালদার হবিবপুর থানা আইহো বাজারপাড়া এলাকার ঘটনা। সবজি বিক্রেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল এ পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রাজু রায়, বয়স(৩৫)। বাড়ি হবিপুর থানার আইহো পঞ্চায়েতের বাজারপাড়া গ্রামে। পরিবারে রয়েছে স্ত্রী টুম্পা সহ দুই সন্তান। দীর্ঘদিন ধরেই আইহো বাজারে সবজি বিক্রি করে রাজু ও তার স্ত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে লকডাউন এর সময় বেচাকেনায় ব্যাপক মন্দা দেখা দেয়। লকডাউন কিছুটা স্বাভাবিক হলেই দোকানের হাল ফেরাতে স্থানীয় এক ব্যক্তির কাছে চড়া সুদে ঋণ নেয়। তবে বাজারের পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় বেচাকেনা ঠিকঠাক হচ্ছিল না ।যার জেরে ঋণের টাকা শোধ করতে পারছিলেন না রাজু। এদিকে টাকা শোধ না দেওয়ায় বারবার চাপ দিচ্ছিল মহাজন’। এনিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন রাজু। প্রতিদিনের মত বুধবারেও রাজু ও তার স্ত্রী আমিও বাজারে দোকান বসাই কিছুক্ষণ পরে স্ত্রীকে দোকানে বসিয়ে বাড়ি যায় রাজু। বাড়িতে ছিল না পরিবারের কেউ ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাজুর ছেলে টিউশন থেকে বাড়ি ফিরে এসে দেখতে পায় বাবার ঝুলন্ত দেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা খবর দেয় হবিবপুর থানা। মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল এ পাঠায়।
এই বিষয়ে মৃতের স্ত্রী টুম্পা রায় জানান আমার স্বামী এলাকারই এক যুবকের কাছে টাকা নিয়েছিলেন চরা সুদে বারবার টাকার জন্য চাপ দিচ্ছিলেন মহাজন। সেই কারণে আজ সকালে ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আমার স্বামী বলে মনে হয়।
More Stories
উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ
উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে
আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত