আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনে জিতেছেন দুই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয় | তাদের এই জয় খুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | আজ দুই কেন্দ্রের উপনির্বাচনের জোড়া জয় হওয়ায় উচ্ছ্বাসিত তৃণমূলের অন্দর | মেতে উঠেছে দলীয় কর্মী সমর্থকরা | ভোটের ফল প্রকাশের পরই কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী |
তিনি জানান, “আজ দুপুরে জেতার পর হঠাৎ মনে হল, মা কথা রেখেছেন | তাই কোনো প্রস্তুতি ছাড়াই মায়ের কাছে চলে এলাম | আসলে বালিগঞ্জে বাবুলের জয়ের মার্জিন যখন কমছিল, তখন মায়ের কাছে প্রার্থনা করেছিলাম | শেষমেষ ভোটের ব্যবধান বেড়েছে | তাতেই মনে হল মা আমার প্রার্থনা শুনেছেন |” তাই আর বিলম্ব না করে এদিন ছুটে গেলেন কালীঘাট মন্দিরে |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির