দীর্ঘ প্রতীক্ষার পর আজ ভারতীয় রেলের মুকুটে যুক্ত হল আরও একটি নতুন ট্রেন। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনে থাকছে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের যাবতীয় সুবিধা। তাই এই ট্রেনটিকে প্রথমদিন থেকেই বন্দে সাধারণ এক্সপ্রেসও বলা হয়েছে |
প্রসঙ্গত, এসি না থাকলেও অমৃত ভারত এক্সপ্রেসে আছে ২৯ টি আধুনিক সুবিধা | এদিন দুটি রুটে নয়া এই ট্রেনের উদ্বোধন হয়েছে। যার মধ্যে একটি ছুটবে অযোধ্যা থেকে দ্বারভাঙ্গা পর্যন্ত | অন্যটি ছুটবে মালদহ থেকে বেঙ্গালুরু পর্যন্ত।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি