July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

উদ্বোধন হলো জোকা তারাতলা রুটের মেট্রো

দীর্ঘ প্রতীক্ষার অবসান | বন্ধে ভারত এক্সপ্রেস এর পর এবার উদ্বোধন হয়ে গেল জোঁকা তারাতলা রুটের মেট্রো | নতুন বছরে অর্থাৎ 2 জানুয়ারি থেকেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রোর গেট |

আজ ভার্চুয়ালি অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী | এদিন কলকাতায় আসার কথা থাকলেও মা হীরাবেন এর প্রয়াণে কলকাতা সফর বাতিল হয় । জোকা থেকে মোট চারটে স্টেশন পেরিয়ে মেট্রো পৌঁছাবে তারাতলা | মাঝে পড়বে ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার | ঠাকুরপুকুর পর্যন্ত ভাড়া মাত্র ৫ টাকা | তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ- দক্ষিণেশ্বরের মতো এই শাখা ন্যূনতম টিকিটের দাম ৫ টাকা |