
উত্তরে বৃষ্টি অব্যাহত। ১০ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কয়েক দিন একটানা বৃষ্টির জেরে মঙ্গলবার সেভক-রংপো রেল প্রকল্পের ৭ নম্বর সুড়ঙ্গে ভূমিধস ঠেকাতে তৈরি বিরাট ‘স্লোপ প্রোটেকশন গার্ডওয়াল’ ধসে যায়। যদিও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। এদিকে সোমবার রাতের বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে একাধিক পাহাড়ি ছোট নদী। জলবন্দি হয়েছে ফুলবাড়ি ২ অঞ্চলের জয়নগর কলোনি, ক্রান্তি, টটগাও এবং ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। এদিকে সোমবার রাতে পাহাড়ে ভারী বৃষ্টি না হওয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে পাহাড়ে। সিকিম ও উত্তরের কোথাও নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেনি।
কয়েকদিন টানা বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেবক থেকে রংপো রেলপ্রকল্পের গার্ডওয়াল। রবিঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়ক বরাবর ৭ নম্বর টানেলের সামনের দিকে ভূমিধস ঠেকাতে তৈরি হয়েছিল এই স্লোপ প্রোটেকশন গার্ডওয়াল। সোমবার সেখানে ফাটল দেখা দিলেও মেরামত করা সম্ভব হয়নি।
More Stories
এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা