
Cloudy sky and sun
উত্তরে ইতিমধ্যে প্রবেশ করেছে শীতের আমেজ | মনে করা হচ্ছে, উত্তর ও দক্ষিণবঙ্গে দক্ষিণের উষ্ণ বাতাসের দিন শেষ। শুষ্ক হতে শুরু করেছে বাতাস। জলীয়বাষ্প ক্রমশ কমবে। ক্রমশ প্রভাব বিস্তার করবে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তরে হওয়ায় শীত শীত ভাব পশ্চিমের জেলায়।
আজ বৃষ্টিতে ভিজলো তিলোত্তমা | হামুনের প্রভাবে সোমবার অর্থাৎ নবমী থেকেই রাজ্যের উপকূল অঞ্চলে শুরু হতে পারে বৃষ্টি। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। বিশেষত সুন্দরবন এলাকায় প্রভাব বেশি পড়ার আশঙ্কা। একাদশীর দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস
More Stories
এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা