September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

উত্তরের হাওয়ার দাপট বাড়তেই, বাড়ছে শীতের আমেজ

উত্তরের হাওয়ার দাপট বাড়তেই, বাড়ছে শীতের আমেজ | বিভিন্ন জেলাতে নামছে পারদ | আজ সকাল থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় কুয়াশা দেখা গিয়েছিল | বেলা বাড়তেই কেটেছে কুয়াশা | তবে আগামী তিনদিন শীতের আমেজ পুরো দমে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস |

প্রতিদিনই কমছে তাপমাত্রা পারদ | আজ সারাদিন হিমেল পরশ বজায় থাকবে | ডিসেম্বরের থেকেই জমিয়ে শীতের ব্যাটিং শুরু | রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম | 22 ডিসেম্বর পর্যন্ত শীতের এই ইনিংস বহাল থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 13.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |