বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরের শেষ দিন মুখ্যমন্ত্রীর | আর এই দিন সকালে দার্জিলিংয়ের শিংমারি রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরা দিলেন এক ভিন্ন মেজাজে | রাস্তায় দাঁড়িয়ে নিজের হাতে তৈরি মোমো করলেন তিনি | একটি মোমো দোকানের সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে পড়েন | তখনই হকচকিয়ে যান দোকানের মালিক | এরপর মুখ্যমন্ত্রীর সেখানে ঢুকে নিজেই ময়দা মেখে মোমো তৈরি করতে শুরু করেন |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির