
উত্তরবঙ্গ নিয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দফতর। শনিবার রাতে হড়পা বানের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হড়পা বানের আশঙ্কা বেশি আগামী ৬ ঘণ্টায়, এমনই সতর্কতা জারি করেছে আলিপুরে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও বড় বিপর্যয়ের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে মেঘ ভাঙ্গা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই মেঘভাঙ্গা বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ঝাড়খন্ড ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে ওড়িশার বালাসোর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ প্রেডিকশন মডেল অনুযায়ী বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভাল পরিমাণ বৃষ্টিপাতের আশা করছেন আবহাওয়াবিদরা।
More Stories
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়
বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে