
উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত মেঘলা আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।
বৃষ্টির মেগা অ্যালার্ট দেশজুড়ে। প্রায় সর্বত্রই বর্ষার অনুকূল পরিবেশ। হু হু করে ঢুকে পড়ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর তারই জেরে গোটা দেশে এবার বৃষ্টির ইনিংস শুরু হয়ে গিয়েছে। বাংলাতেও শুরু মেঘ-বৃষ্টির খেলা। জুনের শেষের মতো জুলাইয়ের শুরুতেও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। অন্যদিকে দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। তবে মেঘলা আকাশ থাকবে। এমনটাই জানাচ্ছে আইএমডি। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন