
সদ্য শেষ হয়েছে মিঠাই ধারাবাহিক | সেই ধারাবাহিক থেকে বেশ কিছুটা জনপ্রিয়তা লাভ করেছে সৌমিতৃষা অর্থাৎ মিঠাই | এবার মিঠাইকে দেখা যাচ্ছে বড় পর্দায় দেবের সঙ্গে |
দেবের দেব এন্টারটেইনমেন্ট বেঞ্চারস ও বেঙ্গল টকিজ প্রযোজিত প্রধান সিনেমায় দেখা যাবে তাকে | জানা গিয়েছে, এই ছবির বেশ কিছু শুটিং হবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় | সেখানেই চুটিয়ে রোমান্স করতে দেখা যাবে দেব সৌমিতৃষা কে | সাম্প্রতিক টুইটারে অনুরাগীদের সঙ্গে আড্ডায় বসেন দেব | সেখানে উত্তরবঙ্গের প্রধানের শুটিংয়ের কথা সামনে আনেন তিনি |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির