দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। আপাতত পার্বত্য এলাকা ছাড়া আগামী ৭২ ঘণ্টা কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। রাতের তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় আরও সামান্য নিম্নমুখী। দিনের তাপমাত্রাতেও কিছুটা পতন।
কালীপুজোর আগে কলকাতায় বৃষ্টিপাতের আর কোনো সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা থাকবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টা পর থেকে পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা খানিকটা হলেও কমবে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ