December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

উত্তপ্ত লালবাজার

উত্তপ্ত লালবাজার | বিজেপির নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই তুঙ্গে উত্তেজনার পারদ | সকাল থেকেই কলকাতার বিভিন্ন দিকে শুরু হয়ে গিয়েছে যান নিয়ন্ত্রণ | অনুমতি না থাকায় মহানগরের রাস্তায় ধুন্ধুমার হওয়ার প্রবল সম্ভাবনা ছিল বলে আগে থেকেই অনুমান করা হয়েছিল |

এরপরই দুপুর হতেই নবান্ন অভিযানকে ঘিরে বাড়তে থাকে উত্তেজনা | বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেয় পুলিশ প্রশাসন । কিন্তু দ্বিতীয় হুগলি সেতু হাওড়া ব্রিজ বন্ধ করা সত্ত্বেও চলতে থাকে নবান্ন অভিযান | নবান্নে পৌঁছানোর আগেই বিজেপিকে রুখে দিতে মজুত রয়েছে দুটি জল কামান | মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ | বিকেল সাড়ে চারটে নাগাদ লালবাজার থেকে ফেসবুক লাইভে শুভেন্দু বলেন, “সেখানে কিছু মহিলা পুলিশ কর্মী ছিলেন | তারা রাহুল সিনহা কে চোখে হাতে আঁচড়ে দিয়েছে” |