
ভারতের উত্তর-পূর্বের পার্বত্য অংশের রাজ্য মনিপুর | গত মাস থেকে উত্তপ্ত সেই রাজ্য | সম্প্রতি সেখানে মহিলাদের বিরুদ্ধে হিংসার বিভিন্ন ঘটনা প্রকাশে এসেছে |
পাশাপাশি, রাজ্যের দুই বৃহত্তম গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং সংখ্যালঘু কুফির মধ্যে ক্রমাগত বাড়ছে সমস্যা । জাতিগত হিংসায় ক্রমাগত উত্তপ্ত এই রাজ্য । এই রাজ্যে অবস্থিত মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মেইতেই সম্প্রদায়ের মানুষ | অন্য দিকে প্রায় ৪৩ শতাংশ কুকি ও নাগা | এই রাজ্যের প্রধান সংখ্যালঘু উপজাতি |
প্রসঙ্গত, সেখানে পুলিশের অস্ত্রাগার লুট করা হয়েছে | শতাধিক গির্জা এবং এক ডজনেরও বেশি মন্দির ধ্বংস করা হয়েছে এবং বহু গ্রামে আক্রমণ করা হয়েছে |
More Stories
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে
ভ্যানতারা রক্ষণাবেক্ষণে তৎপর রিলায়েন্স