![](https://tvbangla.co.in/wp-content/uploads/2022/01/MP2-kYiB-621x414@LiveMint_1625139958457-1024x575.jpg)
JEE পরীক্ষা কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছিল আগেই | আগামী 2 এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা | কিন্তু JEE মেন পরীক্ষার কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন করতে হচ্ছে, বলে জানা যাচ্ছে | তবে সংসদ সূত্রের খবর, পরীক্ষা শুরুর সময়সীমার কোন পরিবর্তন করা হচ্ছে না | তবে কিছু পরীক্ষার দিন পরিবর্তন করে, তা পিছিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে |
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী