
JEE পরীক্ষা কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছিল আগেই | আগামী 2 এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা | কিন্তু JEE মেন পরীক্ষার কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন করতে হচ্ছে, বলে জানা যাচ্ছে | তবে সংসদ সূত্রের খবর, পরীক্ষা শুরুর সময়সীমার কোন পরিবর্তন করা হচ্ছে না | তবে কিছু পরীক্ষার দিন পরিবর্তন করে, তা পিছিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে |
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা