
আগামী ১৬ই আগস্ট থেকে শুরু হতে চলেছে একাদশ শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া | এবার উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হলো আধার কার্ড | বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে সংসদে তরফ থেকে | তবে একাদশ শ্রেণির ক্ষেত্রে লেট ফাইন ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে 31 অক্টোবর পর্যন্ত | এরপর লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে 3 থেকে 10 নভেম্বর পর্যন্ত |
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের সময় যে সকল ছাত্র-ছাত্রী আধার নম্বর দেননি তাদেরকেও অনলাইন পোর্টালের মাধ্যমে আধার নম্বর জানাতে হবে | সংসদে তরকে জানিয়ে দেওয়া হয়েছে, আধার নম্বর না থাকে সংশ্লিষ্ট পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড তৈরিতে সমস্যা হতে পারে | পাশাপাশি পড়ুয়াদের পরীক্ষাতে অংশগ্রহণের অনুমতির নাও দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়