September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

উচ্চমাধ্যমিকের খাতা রিভিউ করতে সমস্যায় পড়ুয়ারা, প্রতিবাদে বিক্ষোভ

স্কুলে আসেনি টিচার ইনচার্জ। তাই উচ্চমাধ্যমিকের খাতা রিভিউ করতে সমস্যায় পড়ুয়ারা। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রীরা। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে এসে অভিযোগ পত্র জমা নিলেন খোদ এস আই।

জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের বেলাকোবা গার্লস স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের রেজাল্ট খারাপ আসায় তাদের কিছু ছাত্রী খাতা রিভিউ করার সিদ্ধান্ত নেয়।

কিন্তু ঘটনাচক্রে সোমবার স্কুলে উপস্থিত হননি টিচার ইনচার্জ। তাই প্রতিবাদে ছাত্রীরা বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ কর্মসূচি নেয়। এমনকি তারা বেলাকোবা – জলপাইগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। আন্দোলন স্থলে উপস্থিত থাকতে দেখা যায় তাদের অভিভাবকদের কেও।

খবর পেয়ে ছুটে আসে বেলাকোবা ফাড়ির পুলিশ। তাতেও অবরোধ না ওঠায় আসেন রাজগঞ্জের এস আই সাজ্জার হোসেন। তিনি এসে ছাত্রীদের কাছ থেকে তাদের অভিযোগ পত্র নেন।