
TORONTO, ON - AUGUST 31: Bollywood actor/producer Salman Khan arrives at the Canadian Premiere of "Dr Cabbie" held at Scotiabank Theatre on August 31, 2014 in Toronto, Canada. (Photo by George Pimentel/WireImage)
ঈদের পার্টিতে সালমান খানকে আনন্দে আত্মহারা হয়ে জড়িয়ে ধরলেন শেহনাজ গিল | পাপারাজ্জির সামনে বলিউডের সুলতান কে চুমু খেয়ে ফেললেন তিনি | খুশির ঈদে বেশ খোশ মেজাজেই ছিলেন সালমান খান | এদিন অনুরাগীদের অভিবাদন জানান তিনি |
তবে এবারে ‘জলসা’য় পার্টির আয়োজন করেননি সালমান | পার্টির আয়োজন করেছিলেন তাঁর বোন অর্পিতা খান এবং ভগ্নিপতি আয়ুস শর্মা | সেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা |
শোনা যাচ্ছে সালমানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে অভিনয় করতে চলেছেন শাহনাজ | নায়িকা তিনি হবেন কিনা তা নিয়ে কোনো খবর পাওয়া যায়নি | তবে সালমান খান নাকি জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের জন্য শেহেনাজ যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারেন |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’