
মালদাঃ- ইয়াসের প্রভাব জেরে সমস্যা মুখে মালদা জেলা হসপিটাল। বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টি চলছে জেলা জুরে। বৃষ্টির দাপট বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জল জমেছে মালদা ইংরেজি বাজার পৌরসভার এলাকায়। জল ঢুকেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতরেও। আর তার জেরেই বন্ধ একাধিক পরিষেবা।মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিচুতলার প্রায় সব বিভাগই বন্ধ। অপারেশন থিয়েটারেও ঢুকে পড়েছে জল। এমারজেন্সিতেও জল থৈথৈ করছে। হাসপাতালের আশে পাশে বিভিন্ন এলাকা বিশেষত ৩৪ নম্বর জাতীয় সড়কেও জলমগ্ন । মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জলের মধ্যে বসেই কোনও ক্রমে চিকিৎসা করছেন ডাক্তাররা। তবে অপারেশন পুরোপুরি বন্ধ। ডায়ালিসিসও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন রোগীরা। এরই মধ্যে করোনা টেস্টের কাজও করা যাচ্ছে না। হসপাতালের তরফ থেকে পুরসভায় খবর দেওয়া হয়েছে।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা