মাঠের সবুজ ঘাস ছেড়ে এবার অন্য পেশায় দেখা গেল ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল টিমের গোলরক্ষক কে | সাধারণত কোন সংস্থার জিনিসপত্র ডেলিভারির জন্য মূলত ছেলেদেরই বেছে নেওয়া হয় | কিন্তু এবার ভিন্ন চিত্র দেখা গেল হাওড়া জেলায় | পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবার শহরের বুকে ফ্লিপকার্ড প্রোডাক্ট ডেলিভারি করছে ইস্টবেঙ্গলের গোলরক্ষক মহিমা খাতুন | বয়স মাত্র 24 বছর |
লকডাউন এর জেরে বন্ধ ফুটবল কোচিং ক্লাস, ফলে সেখান থেকে আয় হতো তাও এখন বন্ধ রয়েছে | ফলে কিছুটা আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে ডেলিভারি গার্লের পেশা বেছে নিয়েছে মহিমা | প্রথমে সে ফ্লিপকার্ড অফিসের কাজ শুরু করে |তবে প্রথমেই সে অফিসের ভিতর বসে কাজ করে | কিন্তু অফিসে বসে কাজ তার ভালো না লাগায় সে প্রোডাক্ট ডেলিভারি গার্ল এর পদ টি বেছে নেয় |
তারপর থেকে শুরু হয় মহিমার অন্য চ্যালেঞ্জ | প্রত্যহ সে বেশকিছু ভারি ভারি জিনিস নিয়ে হাজির হয় ক্রেতার বাড়িতে | একটা মেটারো ভর্তি ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভির মতো ভারি ভারি ডেলিভারি নিয়ে তা পৌঁছে দেয় ক্রেতাদের বাড়িতে |
মহিমা জানান টিভি বা তুলনামূলক হালকা কোন ডেলিভারি থাকলে তা তিনি ক্রেতার ঘরে একাই পৌঁছে দেন | তবে ওয়াশিং মেশিন, ফ্রিজের মতো ভারি কোন ডেলিভারি থাকলে তখন সে সাহায্য নেয় ড্রাইভার এর |
মাঠে ফুটবল খেলার সময় তার লক্ষ্য বল আটকানো, সেই একই লক্ষ্যে এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে তা পারদর্শিতার সাথে সামলাচ্ছে মহিমা | তবে এখন অপেক্ষা, করোনা পরিস্থিতি কাটলে ইস্টবেঙ্গলের জার্সিতে ফের তাকে দেখা যাবে সবুজ মাঠে|
