
ইলামবাজার থানার হিঙ্গলপুর গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়াল। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত বাগদি, বয়স ২৬ বছর। মৃত ব্যক্তির পরিবারের দাবি রবিবার রাতে শ্রীকান্ত বাগদী পাশের গ্রামে বিলাতি তে তাঁর সহকর্মীদের সঙ্গে ছিল। প্রতিদিনের মতন এদিন রাতে সে বাড়ি ফেরেনি। তারপর সোমবার সকালে গ্রামের গোরস্থানের পাশে তার দেহ পড়ে থাকতে দেখেন সকলে। তাকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে গ্রামের বাসিন্দারা হাসরা থেকে কেন্দ্রদাঙাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ইলামবাজার থানার পুলিশ।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এসে পৌঁছয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।গ্রামের বাসিন্দা ও মৃত ব্যক্তির পরিবার দাবি করেছে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাকে। মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা বাঁশ উদ্ধার করেছে পুলিশ। তার সাথেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা