
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ইন্ডিয়া জোটের বৈঠকের কথা তাকে জানানো হয়নি | তবে এরই মধ্যে ক্ষোভ প্রকাশের পরই মমতাকে ফোন করেন রাহুল গান্ধী | বুধবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে সে কথাই জানালেন মুখ্যমন্ত্রী | সূত্রের খবর, চলতি মাসের তৃতীয় সপ্তাহে হতে পারে এই বৈঠক |
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী জানান, “আমাকে আগে জানানো হয়নি | আমি তাকে জানাই কেউ আমাকে জানায়নি | আমার পূর্বনির্ধারিত কিছু কর্মসূচি ছিল | মুখ্যমন্ত্রীরা কোন কোন সময় ব্যস্ত থাকেন | যদি তারা সাত থেকে দশ দিন আগে কর্মসূচি সম্পর্কে জানতে না পারেন তাহলে সমস্যা হয়” | তবে এখনো বৈঠকের চূড়ান্ত দীর্ঘ স্থির হয়নি | খুব শীঘ্রই ইন্ডিয়া জটের বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়