জুন মাসে মুক্তি পেয়েছে আমিরের ‘সিতারে জমিন পর’ ছবিটি। মুক্তির পর থেকেই দর্শকমহলে রীতিমতো সারা ফেলে দিয়েছিল। দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই ছবিকে। সম্প্রতি ইউটিউবেও মুক্তি পেয়েছে এই ছবি। ‘সিতারে জমিন পর’ ওটিটিতে মুক্তি না দেওয়ার সিদ্ধান্তে খানিক বিরক্তি তৈরি হয়েছিল দর্শকমহলে। তবে অনেকেই আমিরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন। কিন্তু ওটিটিতে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে মোটা টাকা গুনতে হয়েছিল আমিরকে। জানেন ঠিক কত টাকা দিতে হয়েছিল তাঁকে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, “ছবিটি ইউটিউবে মুক্তি দেওয়ার জন্য প্রথমে ৯৬ কোটি টাক নির্ধারিত হলেও আমার পার্টনার এই টাকাতে রাজি হয়নি। পরবর্তীকালে আমার পার্টনারের সঙ্গে ছবিটি ইউটিউবে মুক্তি দেওয়ার জন্য আমাকে এর খরচ বাড়াতে হয়। এবং তারই ফলস্বরূপ আমাকে প্রায় ১২২-১৩১ কোটি টাকা খরচ করতে হয়েছে। ইউটিউবে ছবিটি দর্শক খুবই উপভোগ করছে।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়