November 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ইউক্রেন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ইউক্রেন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই খবর প্রকাশ্যে আসতেই সম্ভাব্য বিদেশ সফর ঘিরে তোপ দেগেছে কংগ্রেস। হাত শিবিরের কথায়, মণিপুরের থেকেও ইউক্রেন কি বেশি গুরুত্বপূর্ণ? উল্লেখ্য, শনিবারই মোদির সঙ্গে দুটি বৈঠকে হাজির ছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তার পরেই মণিপুরকে নিশানা করে মোদির ইউক্রেন সফরকে বিঁধেছে কংগ্রেস।

সূত্রের খবর, আগামী মাসেই ইউক্রেন যাচ্ছেন মোদি। বিদেশমন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইতি টানার প্রক্রিয়া নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রীর। পাশাপাশি, দ্রুত যুদ্ধবিরতির জন্য কিয়েভ ও মস্কোর মধ্যে দূতের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন মোদি।