মালদা ইংরেজ বাজারে পড়ুয়া বোঝাই বাস উল্টে আহত ১৫ জন | জানা গিয়েছে এই দিন স্কুল ছুটির পর পড়ুয়াদের বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল বাসটি ।
স্কুল থেকে বেরিয়ে ফেরার সময় মানিকচকের রাজ্য সড়কের পাশে উল্টে যায় বাস | এরপর ঘটনাস্থানে এসে উদ্ধার কার্য নামেন স্থানীয়রা | আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে | এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর | জানা যাচ্ছে বাসে মোট 71 জন পড়ুয়া ছিল |
সুত্রের খবর, মালদা মানিকচক রাজ্য সড়কে হঠাৎই বাসের সামনে এসে পরে দুটি শিশু । তাদেরকে বাঁচাতে বাস চালক দাঁড় করানোর চেষ্টা করেন | আর তারপরে উল্টে যায় বাসটি ।
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ