মালদা: আসন্ন দোল উৎসব এবং শবেবরাত নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো পুরাতন মালদা ব্লকের কমিউনিটি হলে। মালদা থানা পুলিশের উদ্যোগে শনিবার আয়োজন করা হয়েছিল সর্বদলীয় বৈঠকের। পুরাতন মালদা ব্লকের অন্তর্গত বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন সংগঠন ও মুসলিম সমাজের ইমামরা উপস্থিত ছিলেন বৈঠকে এছারাও মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ দমকল বিভাগের আধিকারিক, পুরাতন মালদা ব্লকের প্রতিনিধিরা। এই বৈঠকে আগত ব্যক্তিদের কাছে অনুরোধ রাখা হয় যাতে নিজেদের এলাকায় সুষ্ঠভাবে দোল উৎসব উদযাপন হয় এবং দোল খেলতে গিয়ে যাতে অন্যরা সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখার বিষয় তুলে ধরা হয়। দোলযাত্রার দিন কোথায় কোথায় কিভাবে পুলিশ টহল দিবে সেসব বিষয়ে মতামত বিনিময়ের করা হয়। তাছাড়া
শবে বরাতে যাতে সুষ্ঠ ভাবে দোয়া মোনাজাত করতে পারে সেদিকেও নজর রাখতে বলা হয় সকলকে।

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি