প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরানী- ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল’ আবারও খবরে। এই ছবিতে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আইকনিক ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করছেন। সামনে এসেছে তাঁর প্রছম লুকও। শনিবার সেট থেকে সিনেমাটির এক ঝলক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেতা।
এই ছবি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরানী অবলম্বনে নির্মিত। ইতিহাস থেকে জানা যায়, ভবানী পাঠক দশনামী সম্প্রদায়ভুক্ত ছিলেন। সেই ঐতিহাসিক গল্পকে ভিত্তি করেই এই ছবিতে ভবানী পাঠকের লুক তৈরি করা হয়েছে। সুপারস্টার প্রসেনজিৎ আজ আবার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘গা গরম করে নিলাম রবিবারের দেবী চৌধুরানি শুটের আগে, জয় ভৈরবী’। এই পোস্ট থেকে স্পষ্ট যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেবী চৌধুরানির শুটিং।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়