
প্রতিবছরের মতো এ বছরেও বড়দিনে সেজে উঠলো কলকাতার পার্ক স্ট্রিট | চারিদিকে আলো নানা রঙের স্টার, ক্রিসমাস ট্রি তে সেজে উঠেছে কলকাতা পার্ক স্ট্রিট | তবে অন্যবারের তুলনায় এবারের আলো যেন একটু বেশি | এমনটাই মনে করছেন সাধারণ মানুষ | রাস্তায় চলতে চলতে সেলফি তোলার হুড়োহুড়িতে ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে |
তবে এবারে ক্রিসমাসের চার দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলান পার্কে দাঁড়িয়ে বড়দিনের উৎসবে সূচনা করেছিলেন | সেদিন থেকেই জ্বলে গিয়েছে আলো | এমন আলোর শহর ভাসবে জানুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত ।
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা