টলিপাড়ার চর্চিত জুটি তাঁরা। কথা হচ্ছে কাঞ্চন-শ্রীময়ীর। সম্পর্ক-বিয়ে থেকে সন্তানের জন্ম সবকিছু নিয়েই বারবার আলোচনার শীর্ষে উঠে এসেছে এই জুটি। তবে নানা মুনির নানা মত থাকলেও তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তাঁরা। নিজেদের ভালো লাগার বিষয় উপভোগ করা, নিজেদের মতো সময় কাটানোর মতো বিষয়কেই গুরুত্ব দিয়ে এসেছেন বরাবর তাঁরা। ঠিক সেভাবেই নিজেদের প্রেমমাখা মুহূর্ত ফের সোশাল মিডিয়ায় শেয়ার করে চর্চায় তাঁরা।
শনিবার, সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন কাঞ্চন-শ্রীময়ী। সেখানে দেখা যায় বিছানায় সাদা রোব পরে পাশাপাশি শুয়ে আছেন তাঁরা। হাসিমুখে, একে ওপরের দিকে তাকিয়ে আছেন তাঁরা। আর যে ছবি নিয়ে সবথেকে বেশি চর্চা তা হল কাচের জানলার ওপারে স্কাইলাইনে ফুটে ওঠা তাঁদের প্রতিবিম্ব। যেখানে দেখা যাচ্ছে ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড ভাঙতে ব্যস্ত তাঁরা। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা কোনও গণ্ডি মানে না’। ছবিগুলি ও তার ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে কোনও এক পাঁচতারা হোটেলেই দম্পতির একান্তে কাটানো মুহূর্তই ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়।.আর তা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। সেখানে চোখ রাখলেই দেখা যাচ্ছে নানা মুনির নানা মত।

More Stories
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা