ছবির শুটিং শেষ হতেই পর্তুগাল পাড়ি দিয়েছেন আলিয়া | এবার পর্তুগাল থেকে দেশে ফেরার জন্য রওনা হন তিনি | শনিবার রাতে মুম্বাই বিমানবন্দরের নামলেন আলিয়া | তবে সেই সময় তাকে সারপ্রাইজ দিতে দেখা গেল রণবীর কাপুরকে |
এরপর রণবীর কাপুরকে দেখে কিছুটা অবাক হয়ে যান আলিয়া | এমনই একটি ভাইরাল ভিডিও পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে | সেখানে দেখা যাচ্ছে আলিয়াকে সাবধানে বিমানবন্দর থেকে বের করে আনা হচ্ছিল, ঠিক তখনই অভিনেত্রীকে আসল চমক দিলেন রানবির কাপুর | আলিয়াকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আগে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন রণবীর কাপুর | রণবীর কে দেখে ‘বেবি’ বলে আগে আবেগে জড়িয়ে ধরলেন আলিয়া | ভাইরাল ভায়ানির প্রোফাইলে উঠে আসা এমন ভিডিওর নিচে কমেন্টের বন্যা হয়ে গিয়েছে |

                                        
                                        
                                        
                                        
More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়