
আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে কার্যত মরিয়া কেন্দ্র সরকার। বৃহস্পতিবার রাতেই কেন্দ্রের শোকজ চিঠির জবাব দিয়েছেন বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপান। সূত্রের খবর, আলাপনের জবাবি চিঠি খুঁটিয়ে দেখছে মোদী সরকার। গতরাতেই সেই চিঠি পৌঁছেছে কেন্দ্রের হাতে। আলাপনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী করা হবে, তা শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে জানাবে কেন্দ্রীয় সরকার।
More Stories
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ফুটবল ড্রাইভ সম্পন্ন করল আর এফ লং টার্
মাঝ আকাশে ফের বিমান বিভ্রাট