November 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আর জি কর কাণ্ডের প্রতিবাদে কলম ধরলেন মুখ্যমন্ত্রী

জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে মুখ খুলেছেন একাধিকবার। এবার কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যায় এই প্রসঙ্গে তিনি লেখেন, “আমার হৃদয় জ্বলে ছারখার। মনে হচ্ছিল পরিবারের কাউকে হারালাম।” কেন তড়িঘড়ি ‘অপরাজিত আইন’ করা হল, সে ব্যাখ্যাও রয়েছে ওই বিশেষ প্রতিবেদনে।

বুধবার নজরুল মঞ্চে ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশে মমতা বলেন, “জাগো বাংলার শারদ সংখ্য়ায় অনেক ইনফরমেশন থাকে। অনেক কষ্ট করে এটা হয়। আমরা এক পয়সারও বিজ্ঞাপন নিই না। যাঁরা লেখেন, তাঁরাও চান লেখাগুলো পড়ুন।” সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “অনেক বানভাসি মানুষ আছেন। তাদের পাশে সাধ্যমতো থাকুন। আমরা অনেক করেছি। আমাদের দল অনেক করেছে। আমরা চুপ করে কাজ করেছি। আমাদের দল অনেক করেছে। আমরা চুপ করে কাজ করছি। আমি মনে করি চুপ করে কাজ করা উচিত। বেশি বকবক করা উচিত নয়।” কেন উৎসব পালন করা হচ্ছে, সে ব্যাখ্যাও দেন মমতা।