আর্থিক প্রতারণার দায়ে এবার সানি লিওনের উপর | শুক্রবার এক টুইটে তিনি জানিয়েছেন তার প্যান কার্ড ব্যবহার করে এক ব্যক্তি টাকার ঋণ নিয়েছেন | সে বিষয়ে আর্থিক সংস্থা কে অভিযোগ করা হলেও সমস্যার সমাধান হয়নি | হতাশ হয়ে সানি টুইট করে একথা জানান পরে অবশ্য তা ডিলিট করে দেন |
সেখানে অভিনেত্রী জানিয়েছেন তাঁর নামে ভুয়ো প্যান কার্ড ব্যবহার করে 2000 টাকার ঋণ নেয় এক ব্যক্তি | সানি জানিয়েছেন ঘটনার কথা জানিয়ে আর্থিক সংস্থা সঙ্গে যোগাযোগ করেন তিনি এবং তাদের দিক থেকে কোনরকম সাহায্য পাওয়া যায় না | তবে এই কাণ্ড কে করেছেন তা জানার চেষ্টা করেছেন অভিনেত্রী | পরে এই পোস্টটি ডিলিট করে দেন সানি | তবে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় |
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান