
আরজি করে তরুণী চিকিত্সককে ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে মহামিছিল কলকাতায়। সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে অপর্ণা সেনের মতো একাধিক টলি তারকারা ছিলেন এই মিছিলে। রবিরার দুপুর ৩ টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হয় এই মিছিল। ধর্মতলায় পৌঁছে কথামতোই করা হয় সভা। প্রসঙ্গত, এই মিছিলেই অসুস্থ হয়ে পড়েন এক নাগরিক।
ধর্মতলার এই সভা থেকে উদ্যোক্তারা ঘোষণা করেন আজ সারারাত জাগার পরিকল্পনা। ভোর ৪ টে পর্যন্ত ধরনা অবস্থান চলবে। রানি রাসমণি অ্যাভিনিউতে ধরনা অবস্থানে বসেছেন মিছিলের উদ্যোক্তাদের একাংশ। সোহিনী সরকার, বিদিপ্তা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী রায়, পরিচালক বীরসা দাশগুপ্ত, দেবলীনা দত্ত, দামিনী বসুর মতো একাধিক ভোর চারটে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভে উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়