December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আরজিকর হাসপাতালে কুকুরের তাণ্ডব

হাসপাতালে কুকুর-বেড়াল ঘুরে বেড়াতে দেখা যায় প্রায়ই | তবে এবার সে কুকুর-বিড়ালের কারণে ঘটে গেল বিপত্তি |

বুধবার আরজিকর হাসপাতালে রোগী দেখতে আসার সময় এক মহিলাকে ঘিরে ধরে প্রায় 10 থেকে 12 টা কুকুর | এবং তাকে একাধিক জায়গায় কামড়ে দেয় বলে অভিযোগ | কুকুরের কামড়ে ক্ষত-বিক্ষত অবস্থায় হাসপাতালে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ায় ওই মহিলা | ক্ষতস্থানে ব্যান্ডেজ করে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালএ পাঠিয়ে দেওয়া হয় | এরপর সেখানে তাকে নীলরতন সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় | সেখান থেকে তাকে অন্য আরেকটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর |

এইভাবে একাধিক হাসপাতালে ঘুরে যান ওই মহিলা | এই ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর তৈরি হয়েছে আরজি কর মেডিকেল হাসপাতলে |