April 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

আম্বেদকরের জন্মবার্ষিকীতে কংগ্রেসকে বাক্যবাণে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে কংগ্রেসকে বাক্যবাণে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানালেন, সংবিধানকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে হাত শিবির। তফসিলি জাতি-উপজাতির কাছে সংবিধানে লিখিত সংরক্ষণের সুবিধা পৌঁছেছে কিনা, সেদিকে নজর রাখেনি। ওয়াকফ আইন নিয়ে কংগ্রেসের বিরোধিতাকে ‘ভোটব্যাঙ্কের ভাইরাস’ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী।

সোমবার হিসার বিমানবন্দরের উদ্বোধনে গিয়ে মোদি বলেন, “আমার সরকার যা সিদ্ধান্ত নেয় প্রত্যেকটাই বাবাসাহেব আম্বেদকরকে উৎসর্গ করা। কিন্তু জরুরি অবস্থার সময়ে সংবিধানকে হত্যা করেছে কংগ্রেস। ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির উল্লেখ রয়েছে সংবিধানে, কিন্তু কংগ্রেস তা কার্যকর করেনি। আজ উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলেও কংগ্রেস তার বিরোধিতা করছে। আসলে সংবিধানে বর্ণিত অধিকার আদৌ অনগ্রসর মানুষের কাছে পৌঁছল কিনা, সেদিকে লক্ষ্য রাখেনি কংগ্রেস।