সম্প্রতি আম্বানিদের অনুষ্ঠানে তিন খানকে একসঙ্গে দেখা গিয়েছিল। হু হু করে ভাইরাল হয়েছিল শাহরুখ-সলমন এবং আমির খানের নাচের ভিডিও। অনুরাগীরাও ততোধিক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু সেখানেই শাহরুখ-সলমন জড়িয়েছিলেন কথা কাটাকাটিতে।
অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে আসলে শাহরুখ চেয়েছিলেন তাঁর সিনেমার কোনও গান বাজানো হোক। কিন্তু উলটে সেই একই আবদার জুড়ে দেন ভাইজানও। দাবাং ছবির গান চালানো হলে রেগে যান কিং খান। ব্যস, অমনি দুই বলিউড সুপারস্টারের মনোমালিন্য শুরু হয়! শেষমেশ রণে ভঙ্গ দিতে হয় মিস্টার পারফেকশনিস্টকে। অবশেষে তাঁরা ঠিক করেন, আম্বানিদের পছন্দ করা গানেই পারফর্ম করবেন তাঁরা। এরপর RRR সিনেমার নাটু নাটু গানে কোমর দোলাতে দেখা যায় তিন খানকে।
More Stories
এবার বুক ফুলিয়ে জাপানে ‘জওয়ান’ ঝড়ের নমুনা দেখালেন শাহরুখ খান
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত
ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’