December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

“আমাকে জেলে ঢুকিয়ে দিন”, মন্তব্য ফিরাদের

এবার ফিরাদ হাকিমের মন্তব্য ঘিরে জল্পনা | “আমাকে জেলে ঢুকিয়ে দিন” একথা বললেন ফিরহাদ হাকিম নিজেই | এভাবে রোজ রোজ চোর চোর বলে দাগিয়ে তাকে অসম্মানিত হচ্ছে | তার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে | তাই এবার তার বক্তব্য তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হোক | কিন্তু প্রতিদিন সম্মান নিয়ে যেন না খেলা হয় । এই এই মন্তব্যের মূলত লক্ষ্য ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার |

এদিন ফিরাদ হাকিম জানান, “সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে বলি, কোন মামলায় আমাকে ফাঁসানো হবে বলে দিন | কোনদিন যে কাজ অন্যায়, মানুষের চোখে অন্যায় তেমন কাজ করি নি | আমার উপরে এত রাগ কেন? এর কারণ বুঝতে পারছি না | কি এমন অন্যায় করলাম যে সবসময় আমাকে হেনস্তা হতে হবে?” প্রশ্ন তুললেন ফিরাদ হাকিম |