December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমবাগানে স্বনির্মিত কোয়ারেন্টিন সেন্টার, সচেতনতার চিত্র মালদায়

বাইরে থেকে ফেরা আসা অনেক শ্রমিক সচেতনতার অভাবে হোম কোয়ারান্টিনে যাচ্ছেন না এমনই অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে উঠছে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ উঠেছে ভিন জেলা এবং ভিন রাজ্য ফেরত শ্রমিকদের একাংশ। কিন্তু মালদার কৌতুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় আলাদাই চিত্র কোলকাতা থেকে ফেরত ৯ জন পরিযায়ী শ্রমিক নিজেরাই নদীর ধারে একটি আমবাগানে কোয়ারেনটিন সেন্টার হিসাবে তারা নিজেরাই তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছেন।

তাদের এই উদ্যোগ দেখে হতবাক হয়েছেন কৌতুয়ালি গ্রাম পঞ্চায়েতের সতীচড়া কলোনি এলাকার বাসিন্দারা। ওই শ্রমিকেরা জানিয়েছেন, ১৪ দিন তারা এই ভাবেই আমবাগানে থাকবে। ১৪ দিন পর চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় শংসাপত্র নিয়েই নিজেদের গ্রামের বাড়ি ফিরবেন।