December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী


নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর: গত বুধবার সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা। প্রানও গেছে বেশ কয়েক জনের। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ক্ষতিগ্রস্ত ওয়ার্ডবাসী কে ত্রাণ সামগ্রী ও পলিথিন তুলে দেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আগামী দিনেও এই সব মানুষদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। জানা গিয়েছে, কয়েক হাজার মানুষকে এদিন ত্রাণসামগ্রী দেওয়া হয়।