March 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

আবারও মানবিক মুখে সামনে এলো বালুরঘাট থানার পুলিশের ছবি

দক্ষিন দিনাজপুর: আবারও মানবিক মুখে সামনে এলো বালুরঘাট থানার পুলিশের ছবি। জানাগেছে আজ দুপুর নাগাদ একটি মারতি অল্টো গাড়ি বেপরোয়া ভাবে ধাক্কা মেরে একজন ছাত্রীকে। ফলে ওই ছাত্রী পরেজায় সেই মুহূর্তে বালুরঘাট থানার কর্তব্যরত কিছু পুলিশকর্মী সাদা পোশাকে ডিউটি করছিলেন এই সময় ঘাতক গাড়িটিকে ধাওয়া করে আটক করে পরবর্তীতে। আহত অবস্থায় থাকা ওই মেয়েটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেশ কয়েকটি ওষুধের দোকানে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশি ব্যাপার দেখে তারা চিকিৎসা করতে বারণ করে দেয় পরবর্তীতে তাকে বালুরঘাট থানার উদ্যোগে বালুঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার তিয়োর এলাকার একজন সরকারি স্কুলে শিক্ষিকা ওই গাড়িটিকে চালাচ্ছিলেন। অবশেষে বালুরঘাট ডিএভি স্কুলের সম্মুখে রাস্তা পার হতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানা যায় ওই শিক্ষিকার কাছ থেকে। যদিও ওই ঘাতক গাড়িটিকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ।