যে ভাইয়ের জন্য দিদি কালীঘাটে পুজো দিলেন সে ভাইয়ের শপথ গ্রহণের সময় দিদিকে ভুলে গেলেন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিজেপির এক সাংগঠনিক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয় তিনি আরো বলেন, দিল্লিতে আপ জেতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপবাস করলেন পুজো দিলেন, কিন্তু সে জিতে যাওয়ার পরে দিদিকে ভুলে গেলেন এমনই কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এটাই হচ্ছে রাজনীতি যাদের নেতৃত্বে দিদি নাকি সর্বভারতীয় নেত্রী হবেন তারাই এখন দিদি কে পাত্তা দিচ্ছে না। মেট্রোরেল উদ্বোধনের সময় তিনি জানান কষ্ট পেয়েছেন দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের ঘটনায় তার থেকে বেশি কষ্ট পেয়েছেন, রেলের উদ্বোধনের সময় তাকে ডাকা হয়নি বলে তিনি চোখের জল ফেলে ছিলেন এবার উনি কি করবেন এমনই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্ক হয়ে যায় সে বিষয়ে দিলীপ ঘোষ বলেন, এটা অত্যন্ত ভালো খবর এতে রাজ্যের উন্নয়ন বেশি হবে আজ যারা সংবিধান কে না মেনে রাজ্যপাল কে অপমান করেন এটা খুবই দুঃখজনক ব্যাপার, এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ।