‘কুলের আচারের’ পর আবারও একসাথে বড় পর্দায় দেখা যাবে বিক্রম ও মধুমিতাকে | পাহাড় ভালোবাসেন মধুমিতা | সময় পেলেই ছুটি কাটাতে পাহাড়ে চলে যান মধুমিতা | তবে এবার অরুণাচল প্রদেশে পাহাড়ের মাঝে মধুমিতার সঙ্গে দেখা গেল বিক্রম চ্যাটার্জিকে | তারই একটি ছবির দৃশ্য পোস্ট করে সেখানে লিখেছেন, “কে প্রথম কাছে এসেছি” | এই পোস্ট শেয়ার করেছেন বিক্রম |
এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা | সেখান থেকে অনুমান করা হচ্ছে এবার হয়তো আবারও একসাথে জুটি বাঁধতে চলেছেন মধুমিতা এবং বিক্রম | “কুলের আচারে” তাদের জুটিকে বেশ পছন্দ করেছেন দর্শকরা | জানা গিয়েছে, আসলে অরুণাচল প্রদেশে চলছে তাঁদের আগামী ছবির শ্যুটিং। ছবির নাম ‘কে প্রথম কাছে এসেছি’। ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী