আপ্রাণ চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হল না।চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে পৌছাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লো গত কয়েকদিন থেকে ধাতব বস্তু খেয়ে অসুস্থ ষাঁড় গরুটি।কয়েকদিন ধরে ধূপগুড়ি ব্লকের মোরঙ্গা চৌপথি এলাকায় একটি ষাঁড় গরু অসুস্থ অবস্থায় পড়ে ছিল।পশুপ্রেমী সংগঠন উই ক্যানের তরফে ষাঁড় গরুটির চিকিৎসার ব্যবস্থা করা হলেও পরে এগিয়ে আসে ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান
ষাঁড় গরুটির অসুস্থতার খবর পেয়ে গ্রামীণ এলাকায় হওয়া সত্ত্বেও চিকিৎসা ব্যবস্থার জন্য এগিয়ে আসেন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং।পশুপ্রেমী সংগঠনের সন্দেহ হয়েছিল ষাঁড় গরুটি কোন কিছু খাওয়ার সময় হয়তো ধাতব কোনো বস্তু খেয়ে ফেলেছে। যার জন্য খাদ্যনালীতে আটকে গিয়ে প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছে।এরপর জলপাইগুড়ি জেলার পুলিশ সুপারের সাথে কথা বলে মেটাল ডিটেক্টর দিয়ে শরীরের সমস্ত জায়গায় পরীক্ষা করানো ব্যবস্থা করেন ভাইস চেয়ারম্যান।কিন্তু কোন ধাতব জিনিসের সন্ধান মেলেনি।ষাঁড় গরুটির উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভাইস চেয়ারম্যান হাইড্রোলিক দিয়ে পিক আপে তুলে প্রায় ৮ কিমি দূরে অন্যত্র নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থাও করা হয়। আপ্রাণ চেষ্টা চালিয়েও বাঁচানো গেল না ষাঁড় গরুটিকে।গাড়ির মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ষাঁড় গরুটি।
More Stories
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
পদ্মাপারের জঙ্গি গোষ্ঠীর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারীর উপর হামলার আশঙ্কা রয়েছে বলে বার্তা