September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

আপাতত স্বস্তি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের

দশ দিনের জন্য আপাতত স্বস্তি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের | কারণ দিল্লি হাইকোর্টে ফের পিছল অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা | জানা গিয়েছে আগামী ২৩শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি |

প্রসঙ্গত গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল | তদন্তে তার নামে পাহাড় সমান সম্পত্তির হদিস মিলেছে । তবে অনুব্রত কন্যা সুকন্যা কেও দিল্লিতে জেরা করেন ফোর্সমেন্ট ডিরেক্টরের | পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত ও সুকন্যার হিসেব রক্ষক মনিশ কোঠারিকেও | সেই তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরার পর গত ৭ই নভেম্বর গ্রেফতার করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট |