প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রিয় পার্কের ভাষা মঞ্চের অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী ।এ বছর উত্তরবঙ্গ শহর থাকায় দুপুরে অনুষ্ঠান হয় তার উপস্থিতিতে | বাংলার মাটিতে হোক কিংবা সুদূরের দেশে মাতৃভাষার কথা বলা, শোনা মতো আনন্দ আর কিছুতেই নেই | তাই এদিন চির আবেগপ্রবণ বাঙালির মনে সেই অন্তরীন অনুভূতির কথা বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি প্রবাসী বাঙ্গালীদের জন্য চালু করলেন ‘আপন বাংলা’ পোর্টাল | বিদেশে বসেও দেখা যাবে বাংলার যেকোনো অনুষ্ঠান | এবং তাতে অংশ নিতে পারবেন গ্রামবাসীরা |

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা