December 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আন্তর্জাতিক ভাষা দিবসে মুখ্যমন্ত্রীর নয়া পোর্টাল

প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রিয় পার্কের ভাষা মঞ্চের অনুষ্ঠানে যোগদান মুখ্যমন্ত্রী ।এ বছর উত্তরবঙ্গ শহর থাকায় দুপুরে অনুষ্ঠান হয় তার উপস্থিতিতে | বাংলার মাটিতে হোক কিংবা সুদূরের দেশে মাতৃভাষার কথা বলা, শোনা মতো আনন্দ আর কিছুতেই নেই | তাই এদিন চির আবেগপ্রবণ বাঙালির মনে সেই অন্তরীন অনুভূতির কথা বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |

তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি প্রবাসী বাঙ্গালীদের জন্য চালু করলেন ‘আপন বাংলা’ পোর্টাল | বিদেশে বসেও দেখা যাবে বাংলার যেকোনো অনুষ্ঠান | এবং তাতে অংশ নিতে পারবেন গ্রামবাসীরা |