December 28, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সালমান খান

TORONTO, ON - AUGUST 31: Bollywood actor/producer Salman Khan arrives at the Canadian Premiere of "Dr Cabbie" held at Scotiabank Theatre on August 31, 2014 in Toronto, Canada. (Photo by George Pimentel/WireImage)

সালমান মানে টোটাল দাবাংগিরি | সম্প্রতি দীপাবলিতে মুক্তি পেয়েছে সালমান খানের ছবি টাইগার থ্রি | বক্স অফিসের ঝড় তুলেছে এই ছবি | সেই ছবির আদব-কায়দাতেই কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে আগমন হল বলিউড ভাইজানের |

মঙ্গলবার নেতাজি ইন্দোরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে পা রাখলেন সালমান | তিনি জানালেন, “আপনারা চিৎকার করুন | আমি শুনছি। কেননা সবাই সব বলে দিয়েছে | আমার কিছু বলার নেই” | হিন্দির টানে আধুনিক শুধু বললেন, “কলকাতা আমি তোমাকে ভালোবাসি” | কালো স্যুট প্যান্টে মঞ্চে উঠে সালমান | তবে এরই মাঝে দিদির কাছে টুক করে আবদার করলেন বলিউড ভাইজান | তিনি বললেন, “এই বাংলা বলিউডকে অনেক কিছু দিয়েছে | পরিচালক, গায়ক, অভিনেতা ও অভিনেত্রী | এর জন্য বাংলাতে ধন্যবাদ | এবার আমাদের পালা, বাংলাকে দেবার | আমি এখানে এসে ছবি করতে চাই” ।