December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

যুদ্ধ ঘোষণার প্রায় 48 ঘন্টা পর ইউক্রেনকে আলোচনায় বসার একটা সুযোগ দিল মস্কো | আজ রাত একটার সময় আলোচনা সভায় বসতে চলেছে | ভারতসহ 15 টি দেশ অংশ নিচ্ছে এই আলোচনা সভায় | তবে তার আগে ইউক্রেনের সেনাকে অস্ত্র সংবরণ করতে হবে এমনটাই বলেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ | পাল্টা প্রতিরোধ করা যাবে না | সূত্রের খবর, সমস্ত রকম শর্ত মেনে আলোচনার জন্য রাজি ইউক্রেন | এই পরিস্থিতিতে আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট |